

সাবা ডেস্কঃ যশোরের শার্শা থেকে প্রকাশিত জন-নন্দিত সাপ্তাহিক সারসা বার্তা (প্রিন্ট), অন-লাইন দৈনিক সারসা বার্তা’র সম্পাদক মন্ডলীর পক্ষ্য থেকে নবাগত উপজেলা অফিসার ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করেছেন। অদ্য ১১ ডিসেম্বর’২৫ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার দুপুর ২টার সময় সারসা বার্তা’র সম্পাদক আব্দুস সালাম গফফার উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাতের নিমিত্তে তাঁর অফিসে যান। এ সময় সম্পাদকের সাথে ছিলেন সারসা বার্তার সহঃ প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী, সহঃ সম্পাদক আজিজুর রহমান এবং নিজস্ব প্রতিনিধি মেহেরাব হোসেন মিঠু।
উল্লেখ্য যে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ-এর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ১০ ডিসেম্বর বুধবার বিকালে যোগাযোগ করা হলে তিনি ১১ তারিখ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের কথা জানান। সেই মোতাবেক সারসা বার্তা’র পক্ষ্য থেকে সম্পাদক, সহঃ প্রধান সম্পাদক, সহঃ সম্পাদক এবং নিজস্ব প্রতিনিধি অফিসে যান। উপজেলা প্রশাসনের অন্যন্য কর্মকর্তাবৃন্দ তাঁর দপ্তরে উপস্থিত ছিলেন। সারসা বার্তা পরিবারের পরিচয় পেয়ে সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ উঠে সম্পাদক মহোদয়কে অভ্যর্থনা জানান।
নির্বাহী কর্মকর্তাকে সারসা বার্তার সম্পাদক, সহঃ প্রধান সম্পাদক এবং সহঃ সম্মিলিত ভাবে শার্শার নবাগত ইউ এন ও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সম্পাদক মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা একই সাথে আসন গ্রহণ করেন। সারসা বার্তার নামের শব্দ ও বানান বিষয়ে উপজেলা প্রশাসনের জনৈক কর্মকর্তা মতামত ব্যক্ত করলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ও সারসা’ শব্দ এবং শার্শা শব্দ প্রসঙ্গ তোলেন।
শার্শা এবং সারসা শব্দ দুটির উৎপত্তি, গঠন এবং শাব্দিক অর্থ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরেন সারসা বার্তার সম্পাদক। তিনি বলেন, আমাদের এই থানা বর্তমান উপজেলার নামের আদি শব্দ বানান সারসা। আর সারসা শব্দটি প্রাচীন কালে নামকরণ, ইংরেজ বা ব্রিটিশ আমল থেকে প্রচলিত। তার বাস্তব প্রতিফলন ১৯৬২ সালের পাক ভুমি জরিপে সারসা’ নামটি লিপিবদ্ধ করেছে। সারসা শব্দটি উদ্ভব সরস শব্দটি থেকে, সেটি পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রুপ নিয়েছে সারসা শব্দের, যার অর্থ উর্বর, শক্তিশালী। আর শার্শা শব্দের উৎপত্তি ঘটেছে ভারতীয় উপমহাদেশের দিল্লীর সুলতান শের শাহ’র নামের থেকে।
ভাষাবিদের মতে শের শাহ> শের শা> তা থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে শার্শা শব্দের উৎপত্তি। যার অর্থ শ্রেষ্ঠ বা শাসক। নির্বাহী কর্মকর্তা শার্শার আদি নাম সারসা’ শুনে খুশি হন। স্বল্প পরিসরে সারসা বার্তা’র সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সাথে আন্তরিক ও সৌহার্দপূর্ণ মতবিনিময় শেষে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারসা বার্তার সম্পাদক ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।
আপনার মতামত লিখুন :