ঘটনাস্থলে উৎসুক জনতা
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি একটি পুকুর পাড়ে পৃথক পৃথক বস্তা দেখে উৎসুক জনতা ভিড় জমায়। পরে বস্তাগুলো লাশ থাকতে পারে এমন খবর পুলিশকে দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি পুকুরের পাড়ে রাস্তার পাশে মাটিচাপা দেয়া বস্তাবন্দী তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মিঝিমিঝি পশ্চিমপাড়ার আমির হোসেনের বাড়ির পুকুরপাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আব্দুস সামাদের মেয়ে লামিয়া আক্তার ও স্বপ্না আক্তার এবং লামিয়ার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি একটি পুকুর পাড়ে পৃথক পৃথক বস্তা দেখে উৎসুক জনতা ভিড় জমায়। পরে বস্তাগুলো লাশ থাকতে পারে এমন খবর পুলিশকে দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সূত্র জানায়, লাশ বস্তা থেকে বের করার পর স্থানীয়রা পরিচয় শনাক্ত করে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন খালাসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, তাদের হত্যা করে লাশগুলো পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে কী কারণে হত্যাকাণ্ড, তা তাৎক্ষণিক জানা যায়নি।
লাশের ময়নাতদন্তের পর পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।