নুরুলআমিন (কালিগঞ্জ) প্রতিনিধি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর পেরে উঠলেন না প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা কমিটির সদস্য সর্বদা হাস্যজ্জল চেহারা ও অমায়িক ব্যবহার, পরোপকারী সর্বস্তার মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত মোঃ আলী বক্স গাইন।
গত ৮ জানুয়ারী বৃহস্পতিবার দিনগত রাজ ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত মানদার আলী গাইনের পুত্র ।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি বেশ কিছু দিন যাবত অসুস্থ থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সি, সি, ইউতে ভর্তি হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাতে তাকে মৃত্যু ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। মৃত্যুকালে সে ১ স্ত্রী, ২ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাসার, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওঃ আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মাওঃ আব্দুস সাত্তার আজাদী, অধ্যাপক মাওঃ নুরুজ্জামান হাবিবি, মাওঃ সিদ্দিক হাসান, আরবি প্রভাষক মাওঃ আরিফ বিল্লাহ, প্রমুখ। জানাজা নামাজের ইমামতি করেন আলহাজ্ব মাওঃ ইন্তাজ আলী।