নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র প্রার্থী জোহরান মামদানির


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ /
নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা মেয়র প্রার্থী জোহরান মামদানির

ডেমোক্রেট জোহরান মামদানি বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি যদি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন, তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।

নেতানিয়াহুকে গাজায় গণহত্যা চালানো যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানাতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করতে বলবেন।

তবে আইনি বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ধরনের গ্রেপ্তার কার্যত অসম্ভব এবং এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবুও মামদানির এ ঘোষণা নিউইয়র্কে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ শহরটিতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস।