

শেখ সেলিম:
নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকালে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে দলের অসুস্থ ও দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
বিকেলে তিনি নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের বিএনপি কর্মী মোঃ আব্দুর সালাম (৪৫)-এর বাড়িতে যান। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন।
পরে তিনি একই ইউনিয়নের ১নং ওয়ার্ড গোড়পাড়া গ্রামের যুব নেতা মোঃ নাসিরের বাড়িতে যান। নাসির দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এসময় মফিকুল হাসান তৃপ্তি তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এরপর তিনি নিজামপুর ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান আলালের বাসায় যান। শাহজাহান আলাল দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে জানা যায়।
এই সফরে উপস্থিত ছিলেন— নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন ভুট্টো, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির এ মানবিক সফর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মনোবল সঞ্চার করেছে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :