পৌষের কনকনে শীতে ফুটপাতে একটি মশারির নীচে কাহিল অবস্থায় ছিলেন নবজাতকসহ এক প্রসূতি। নগরীর চকবাজার থানা এলাকায় সরকারি হাজি মুহম্মদ মহসিন কলেজ মাঠের পাশে কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে কাটছিল হতদরিদ্র ছিন্নমূল ওই নারী ও তার শিশুর প্রতিটি ক্ষণ। স্থানীয় একটি দৈনিকে গতকাল শুক্রবার নবজাতক কোলে ওই মায়ের ছবি ছাপা হয়।
সকালেই ছবিটি দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তার মানবিক উদ্যোগে ফুটপাত থেকে তাদের ঠাঁই হলো সুবিধাবঞ্চিত শিশু আশ্রয়কেন্দ্র উপলদ্ধিতে। সিএমপি কমিশনার হাসিব আজিজ অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাজী মুহম্মদ মহসিন কলেজের মাঠের পাশের ফুটপাথ থেকে মা ও শিশুসহ পরিবারটিকে উপলব্ধিতে স্থানান্তরের ব্যবস্থা করেন।
চকবাজার থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অ্যাম্বুলেন্সে করে পরিবারটিকে নগরীর খুলশী থানাধীন ওয়্যরাসেল কলোনি এলাকার ১ নম্বর সড়কস্থ উপলব্ধি আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। সেখানে তাদের জন্য উপহার সামগ্রীও পাঠানো হয়। পুলিশের এমন মানবিক আচরণে খুশি ওই হতদরিদ্র মহিলা।