নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্তকে মেনে নিলো ৮ দল


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ণ / ০ Views
নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্তকে মেনে নিলো ৮ দল

৮ দলীয় জোটের সংবাদ সম্মেলন- বাসস

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ডিসেম্বরজুড়ে প্রচারণার সিদ্ধান্ত

‘গণভোটের সিদ্ধান্ত মেনে নেয়া হলেও মূল দাবিগুলো প্রত্যাহার করা হয়নি।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটটি রাজনৈতিক দল।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানিয়েছিলাম। তবে সরকার জানিয়েছে, আলাদা করে গণভোট আয়োজন করা সম্ভব নয়। ফলে নির্বাচনের দিনই গণভোট নেয়া হবে।’

তিনি আরো বলেন, “বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। এখন আমাদের লক্ষ্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জয় নিশ্চিত করা।” সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ড. কাদের বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন নিশ্চিত করতে ডিসেম্বরজুড়ে প্রচার কার্যক্রম চালাবে জোটের আটটি দল। এ লক্ষ্যে লিফলেট বিতরণ, সমাবেশ, গণসংযোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো জানান, গণভোটের সিদ্ধান্ত মেনে নেয়া হলেও মূল দাবিগুলো প্রত্যাহার করা হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং পতিত ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি বহাল থাকবে।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইতোমধ্যে বিভাগীয় সমাবেশগুলোতে পাওয়া মানুষের সাড়া তাদের দাবির প্রতি জনসমর্থনের প্রমাণ দিয়েছে। এতে সমর্থক ও কর্মীদের মনোবল আরো দৃঢ় হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

সূত্র : বাসস