কাছ থেকে স্বপ্নের পদ্মা সেতু স্বচক্ষে দেখতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থেকে বাইসাইকেল চালিয়ে রওনা দিয়েছেন মোকসেদ আলী।মোকসেদ আলীর বাড়ি বেনাপোলের পোড়বাড়ি গ্রামে। তার পিতার নাম মৃত পাতলাই সরদার। মোকসেদের স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে শামিল হয়ে তিনি ইতিহাসের সাক্ষী হবেন।
তাই পদ্মাসেতু ছুঁয়ে দেখতে নিজের ব্যবহৃত পুরনো বাইসাইকেল নিয়ে তিনি ২২ জুন বেনাপোল থেকে রওনা হয়েছেন। বেনাপোলের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন উজ্জল বলেন, ‘এই সেতু শুধু বেনাপোলবাসীর নয় সমস্ত বাঙ্গালী ও বাংলার অদম্য স্বপ্ন।
পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন কোটি হৃদয়ের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। এই সেতু উদ্বোধনের প্রতিক্ষায় এমন কোটি কোটি মোকসেদ তার জলন্ত উদাহরণ।’
মোকসেদ আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি এখন স্বপ্নের পদ্মা সেতু থেকে মাত্র ৫০কিলোমিটার দূরে আছি। উল্লেখ্য, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। ২৬ জুন সর্বসাধারণের চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেওয়া হবে।