পশ্চিমবঙ্গে এসে মোদির মিথ্যাচার, খোঁচা দিয়েছে তৃণমূল


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ /
পশ্চিমবঙ্গে এসে মোদির মিথ্যাচার, খোঁচা দিয়েছে তৃণমূল

পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন অব্যাহত। বাংলায় যেয়ে শাসক দলকে নিশানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যেরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। তারা বলেছেন, বাংলায় এসে মিথ্যাচার করছেন মোদি।

শুক্রবার পশ্চিমবঙ্গে যেয়ে দুর্গাপুর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি, নারী নিরাপত্তা নিয়ে বাংলার সরকারকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিতেও ছাড়েনি তৃণমূল। তারা জানিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন অব্যাহত। বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাকে নিশানা করা হচ্ছে। মোদিকে নিশানা করে তিনি বলেছেন, ৫০টা সিটও পাবেন না বাংলায়। বাংলা ভাল করে চিনে নিয়েছে বিজেপিকে।

নাম না করে শুভেন্দু অধিকারীদের দিকেও আঙুল তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, দলবদলুদের দিয়ে পরিবর্তন হবে না। তৃণমূল ছাঁটা মানুষগুলো মোদির সভায় বসে আছেন। তৃণমূলের কলঙ্কগুলো এখন বিজেপির মঞ্চে উপস্থিত রয়েছেন। খাবারের ওপর ফতোয়া নিয়েও নিশানা করেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রীর পদে থেকে মিথ্যাচার করছেন। বাংলার বকেয়া টাকা দেওয়া হয় না। যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন, সেই জায়গার আবাসের টাকা দেননি মোদি। অথচ গল্প শুনিয়ে যাচ্ছেন। প্রতিশ্রুতি মতো কাজ করেননি। বছরে ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। সেই মতো চাকরি দেওয়া হয়নি। গোটা দেশে বেকারত্ব বাড়ছে।

নারী নির্যাতন নিয়ে তিনি বলেছেন, আরজিকর, কসবায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মোদির রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। সে কী করে বাংলায় এসে মিথ্যে কথা বলছেন?