পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজশাহীতে দাফন


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ /
পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজশাহীতে দাফন

উত্তরায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে ফিউনারেল প্যারেড শেষে রাজশাহী জেলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।