ছবি: ফেসবুক
চোট কাটিয়ে মার্ক চ্যাপম্যানের মাঠে ফেরাটা দীর্ঘ হচ্ছে আরও। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও পাওয়া যাবে না এই ব্যাটারকে।
গত শনিবার নেপিয়ারে পাকিস্তানকে ৭৩ রানে হারানোর ম্যাচে দলের বিপর্যয়ের মাঝে দাড়িয়ে ১১১ বলে ১৩২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন চ্যাপম্যান।
ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে ‘গ্রেড ওয়ান টিয়ার।’ হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে তাই খেলতে পারেননি ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। আশা ছিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ফেরার। কিন্তু শুক্রবার জানানো হয়, শেষ পর্যন্ত সেটি হচ্ছে না।
বুধবার দ্বিতীয় ওয়ানডেতে চ্যাপম্যান না থাকলেও আরেকটি বড় জয়ে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়।
ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনারদের ছাড়া দল সাজানো নিউ জিল্যান্ডের ব্যাটিং শক্তি এতে কমে গেল আরও। এই সেঞ্চুরির আগে চার ওয়ানডে ইনিংসে তিনটি ফিফটি ছিল চ্যাপম্যানের।
চ্যাপম্যানের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডের আগে দলে যোগ দেওয়া টিম সাইফার্ট রয়ে যাবেন দলের সঙ্গেই। দীর্ঘদিন পর ওয়ানডে স্কোয়াডে ফিরলেও অবশ্য সেই ম্যাচে খেলার সুযোগ পাননি এই কিপার-ব্যাটার। সবশেষ ওয়ানডে ম্যাচটি তিনি খেলেছেন ২০১৯ সালে। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বিস্ফোরক ফর্মে ছিলেন তিনি।
ওয়ানডে সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন সাইফার্ট। পাঁচ ম্যাচে ২০৭.৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে ম্যান অব দা সিরিজ হন তিনি। সিরিজে আর কোনো ব্যাটসম্যান ১৮০ রানও করতে পারেননি।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম ম্যাচের পর থেকে সিরিজে নেই আরেক ব্যাটসম্যান উইল ইয়াং।
আপনার মতামত লিখুন :