দীর্ঘদিনের প্রথা মেনে প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান আবারও একে অপরের কারাবন্দি নাগরিকদের তালিকা বিনিময় করেছে। এই নিয়মিত প্রক্রিয়া দুই দেশের মধ্যকার কূটনৈতিক চুক্তির অংশ, যা মানবিকতা ও কূটনৈতিক যোগাযোগ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।
মঙ্গলবার (১ জুলাই)—এই দিনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয় দেশের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করে। ২০০৮ সালের ‘কনসুলার অ্যাক্সেস’ চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১ জানুয়ারি ও ১ জুলাই উভয় দেশ তাদের কারাগারে থাকা অপর দেশের নাগরিকদের তালিকা বিনিময় করতে বাধ্য। এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য হলো—বন্দিদের পরিচয় নিশ্চিত করা, ন্যায্য বিচার নিশ্চিত করা এবং সাজাভোগ শেষে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে ভারতের হাই কমিশনের একজন প্রতিনিধির কাছে ২৪৬ জন ভারতীয় বন্দির তালিকা হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ১৯৩ জন জেলে এবং ৫৩ জন অন্যান্য বন্দি রয়েছেন।
অন্যদিকে, ভারত সরকারও নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তার কাছে ভারতীয় কারাগারে থাকা পাকিস্তানি বন্দিদের তালিকা তুলে দেয়। ভারতীয় তালিকা অনুযায়ী, বর্তমানে তাদের কারাগারে ৮১ জন পাকিস্তানি জেলে ও ৩৮২ জন অন্যান্য বন্দিসহ মোট ৪৬৩ জন পাকিস্তানি বন্দি রয়েছে।
এই তালিকা বিনিময়ের মধ্য দিয়ে পাকিস্তান সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, যারা সাজা শেষ করেছেন তাদের যেন দ্রুত মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া যেসব বন্দিকে এখনো কনসুলার অ্যাক্সেস (দূতাবাসের মাধ্যমে সাক্ষাৎ) দেওয়া হয়নি, তাদের তা অবিলম্বে নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে।
বিশেষ করে, যেসব পাকিস্তানি বন্দি মানসিক প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম, তাদের শনাক্ত করতে ভারতীয় কর্তৃপক্ষ যেন বিশেষ কনসুলার অ্যাক্সেস প্রদান করে—এমন অনুরোধ জানিয়েছে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারতের কারাগারে থাকা যেসব পাকিস্তানি বন্দি এখনও দেশে ফেরার অপেক্ষায় আছেন, তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তথ্যসূত্র : এআরওয়াই নিউজ