ছবি: ফেসবুক
অসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ও ভারতের মধ্যকার কাঙ্খিত ম্যাচের টিকেট শেষ হয়েছে চোখের পলকেই।
টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক বৈরিতার কারণে ভাতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কেবল পাকিস্তানের বিপক্ষে ম্যাচই নয়, দুবাইয়ে হওয়া একটি সেমিফাইনাল ম্যাচের টিকেটসহ ভারতের সব ম্যাচের টিকেটই শেষ হয়ে গেছে নিমেষেই।
গালফ স্ট্যান্ডার্ড টাইম সোমবার বিকেল চারটায় অনলাইনে আনুষ্ঠানিকভাবে টিকেট বিক্রি শুরু হয় টিকেট। নিবন্ধিত দর্শকেরা আগে থেকেই অনলাইনে ভিড় জমিয়ে অপেক্ষায় ছিলেন। হিন্দুস্তান টাইমসের খবর, সবার আগে শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট, যেটিহবে ২৩ ফেব্রুয়ারি।
অনেক দর্শকই অনলাইনে অপেক্ষায় ছিল তাদের পালা আসার। কিন্তু সেই পালা আর আসেনি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। কেবল অনলাইনে নয়, বুথেও বিক্রি হওয়া টিকেট শেষ হয়ে যায় এক ঘণ্টার মধ্যে।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেটও শেষ হয়ে যায় দ্রুত। এমনকি ভারত সেমিফাইনালে উঠবে ধরে নিয়ে সেই টিকেটও শেষ।
পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ এবং লাহোরের সেমি-ফাইনালের টিকেটও শেষ হয়ে গেছে বেশ দ্রুতই। ফাইনাল ৯ মার্চ। ফাইনালের টিকেট বিক্রি শুরু হবে দুবাইয়ের সেমি-ফাইনালের পর। লাহোরে আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।