পাঙ্ক রক নামের ডাইনোসরের সন্ধান


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ /
পাঙ্ক রক নামের ডাইনোসরের সন্ধান

বিজ্ঞানীরা মরক্কোতে একটি অদ্ভুত আর্মার্ড ডাইনোসরের সন্ধান পেয়েছেন, যার গলা থেকে মিটার-লম্বা কাঁটা বেরিয়ে ছিল! ডাইনোসরটির নাম স্পাইকোমেলাস আফের, এটি ১৬৫ মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে বসবাস করত এবং এটি এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম অ্যানকাইলোসর। প্রফেসর রিচার্ড বাটলার ডাইনোসরটিকে ‘তার সময়ের পাঙ্ক রকার’ বলে বর্ণনা করেছেন, কারণ এটি ছিল কাঁটায় ভরা এবং দেখতে ছিল দারুণ বিদঘুটে।

এর গলা জুড়ে হাড়ের কলার এবং পিঠজুড়ে অদ্ভুত কাঁটা ও অস্ত্রের মতো গঠন ছিল। এমনকি লেজের ডগাতেও ছিল বিশেষ ধরনের অস্ত্র। আরেক গবেষক প্রফেসর সুজান্না মেইডমেন্ট বলেন, এসব কাঁটা সরাসরি হাড়ে যুক্ত ছিল, যা আর কোনো জীবিত বা বিলুপ্ত প্রাণীর ক্ষেত্রে দেখা যায়নি।

এ আবিষ্কার বিজ্ঞানীদের অ্যানকাইলোসরের বিবর্তন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। আগে ধারণা করা হতো যে এদের শরীর ধীরে ধীরে আর্মার্ড বা সুরক্ষিত হয়েছিল, কিন্তু এ আবিষ্কার দেখাচ্ছে যে, শুরুতেই তারা ছিল বেশ কাঁটায় ভরা ও সজ্জিত। ডাইনোসরটির আকার সম্পূর্ণ জানা না গেলেও গবেষকরা ধারণা করছেন, এটি ছিল প্রায় ৪ মিটার লম্বা ও ১ মিটার উচ্চতার এবং ওজন ছিল প্রায় ২ টন।
এ আবিষ্কারটি প্রথম আফ্রিকায় অ্যানকাইলোসরের প্রমাণ এবং মরক্কোর বৌলেমানে এক স্থানীয় কৃষক এটি খুঁজে পান। বিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চল আরো বহু অজানা ডাইনোসরের খোঁজ দিতে পারে। সূত্র : বিবিসি।