পেঁয়াজ আমদানি শুরু, কেজি ৩৬ টাকা


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৮, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ /
পেঁয়াজ আমদানি শুরু, কেজি ৩৬ টাকা
আলী হোসেনঃ
দুই মাস পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত পেঁয়াজের মূল্য পড়ছে প্রতি কেজি ৩৪ টাকা। বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকা। আমদানি স্বাভাবিক হলে দাম আরও কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত দুই দিনে ভারত থেকে প্রায় ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 
আমদানির খবরে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশে বন্যা পরিস্থিতিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা এবং ঈদে যাতে পেঁয়াজের দাম না বাড়ে সে জন্য আমদানির অনুমতি দিয়েছে সরকার।
ক্রেতা জামাল হোসেন বলেন, বুধবার দেশি পেঁয়াজের কেজি ৪৫ টাকা কিনেছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কেজিতে পাঁচ টাকা কমেছে। দাম কিছুটা কম হওয়ায় স্বস্তি পাচ্ছি।
খুচরা পেঁয়াজ বিক্রেতা রাশেদ আলী বলেন, দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরও কমে যাবে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশি পেঁয়াজের দাম কমেছে।
বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক শামিম উদ্দীন গাজি বলেন, ইমপোর্ট পারমিট দেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে আমার প্রতিষ্ঠান ভারত থেকে ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরও দাম কমবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, দুই মাস পরে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার এই দুই দিনে ভারত থেকে ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারে, সে জন্য ২৪ ঘণ্টা বন্দর খোলা থাকছে।
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৫-৩৬ লাখ টন। যা দেশে উৎপাদন হয় ৩০ থেকে ৩২ লাখ টন। গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে দুই লাখ ৭৯ হাজার টন। তবে গরম আর সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২০ শতাংশ নষ্ট হয়ে যায়।
তাই চাহিদা মেটাতে প্রায় পুরো বছর আমদানির ওপর নির্ভর করতে হয়। আর এসব পেঁয়াজের সিংহভাগ আসে ভারত থেকে। এর আগে ২০২১-২২ অর্থবছরে পাঁচ লাখ টনের অধিক পেঁয়াজ আমদানি করা হয়েছিল।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কুদরত-ই-খুদা মুঠোফোনে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ থেকে ১৪ জুলাই আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে।
তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকিতে মানুষ পারাপার এবং বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। ১৫ জুলাই শুক্রবার হওয়ায় ১৬ জুলাই সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের অভিবাসনচৌকির (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঈদের সময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।