
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে, দৈনিক নাগরিক কণ্ঠ পত্রিকা,দৈনিক সত্যের সন্ধান যশোর ও Daily keshabpur নামক অনলাইন পেইজে “মধ্যরাতে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি,চালকদের মারধর” এবং “যুব ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ” শীর্ষক আমাদের নামে ও আমার পরিবারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে একটি কুচক্রী মহল।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
চাঁদাবাজির অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই প্রতিবেদনের সাথে আমার কোনো সম্পৃক্তা নেই।
মোঃ সবুজ হোসেন জাতীয়তাবাদী যবদল কর্মী ও
সেলিম হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী
হাসানপুর উইনিয়ন শাখা,কেশপুর,যশোর।
আপনার মতামত লিখুন :