পালটা সংঘাতের মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করলো ইরান


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ /
পালটা সংঘাতের মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করলো ইরান

সলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী ‘শাহেদ-১০৭ৎ নামে নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। সোমবার শত্রু লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানে ব্যবহার করতে মনুষ্যবিহীন বিমানবাহী যানটি (ইউএভি) উন্মোচন করা হয়েছে।

‘শাহেদ-১০৭’ এর ছবি থেকে বোঝা যায়, এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সুসজ্জিত। ড্রোনটি দেড় হাজার কিলোমিটারেরও অধিক পরিসরে উড়তে সক্ষম। একটি ঝাঁক শাহেদ-১০৭ ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের বিমান প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা সম্ভব বলে উল্লেখ করা হয় ইরানি সংবাদ মাধ্যমে।