উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানিমূলক ভূমিকার অভিযোগে ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৪০) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক এবং দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের অনুসারী বলে জানা গেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ আটক করেছে। তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।’
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, রিয়াদ মাহমুদ রাফির বিরুদ্ধে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ফেনীতে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে আনার কার্যক্রম শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :