যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ হেলিকপ্টার জলাশয়ে জরুরি অবতরণ করেছে। আজ বুধবার দুপুর ১টা ০৫ মিনিটের দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে আর্মি এভিয়েশনের বিইএলএল-২০৬ মডেলের হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
এ সময় হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। হেলিকপ্টারে থাকা পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তখন এটি ওই জলাশয়ে ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়।’
ঘটনাস্থল ও হেলিকপ্টারের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এ ছাড়া পোস্তগোলা এবং মাওয়া সেনানিবাস থেকে ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।