প্রেমিক বিজয়ের চিহ্ন নিয়ে ঘুরছেন তামান্না!


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ /
প্রেমিক বিজয়ের চিহ্ন নিয়ে ঘুরছেন তামান্না!

বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া

দুই বছর প্রেম করার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মা। তবে প্রেম না থাকলেও প্রাক্তন প্রেমিকের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন তামান্না।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়,গত রবিবার রাতে রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির জন্মদিনে উপস্থিত ছিলেন তামান্না। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার ওপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় পরেছিলেন হিরার হার। তামান্নার এই সাজ দেখেই তার অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয়কেও। সেই জ্যাকেট পরে তামান্নার সঙ্গেই একটি ছবি তুলেছিলেন বিজয়। সেই জ্যাকেট পরেই কি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তামান্না?

তামান্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। যে কোনো অনুষ্ঠানে তামান্নাকে আগলে রাখতেন বিজয়। তামান্না যখন ভক্তদের ছবি তোলার জন্য সময় দিতেন, তখন দাঁড়িয়ে অপেক্ষা করতেন বিজয়। তাই তাদের বিচ্ছেদ এখনো মেনে নিতে পারছেন না ভক্তরা। তারা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন তামান্না। তাঁরা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন

এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,‘এটা বিজয়ের কোট। প্রাক্তন প্রেমিকের কোট পরেই চলে এসেছেন তামান্না।’

সম্পর্ক ভাঙলেও পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-তামান্না। সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরকে অনুসরণও করছেন তারা। সম্প্রতি একটি হোলি পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের।