ফিলিস্তিনকে সমর্থন দেয়া কর্মীদের ছাঁটাই করেছে মাইক্রোসফট


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ /
ফিলিস্তিনকে সমর্থন দেয়া কর্মীদের ছাঁটাই করেছে মাইক্রোসফট

ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইলের পিশাচ বাহিনী। গাজাকে যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে বদ্ধপরিকর ইহুদীরা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ইসরাইলের সঙ্গে কোম্পানির সম্পর্কের প্রতিবাদে প্রেসিডেন্টের কার্যালয়ে অবস্থান বিক্ষোভের জন্য মাইক্রোসফ্ট দুই কর্মচারীকে বরখাস্ত করেছে। এক বিবৃতি দিয়ে মাইক্রোসফট জানিয়েছে, বরখাস্ত করা দুই কর্মচারী কোম্পানির নীতি এবং আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘন করেছেন।

মাইক্রোসফটের ওই দুই কর্মচারীর নাম অ্যানা হ্যাটল এবং রিকি ফামেলি। এই দুজনেই অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছিলেন। পরে একটি ভয়েস মেল মারফত অ্যানা ও রিকি জানতে পারেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের অফিসে অবস্থান বিক্ষোভের সময় আনা হ্যাটল এবং রিকি ফামেলি সহ আরও পাঁচজন যারা সকলেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের গ্রেফতার করা হয়। আনা হ্যাটল এবং রিকি ফামেলি মাইক্রোসফ্টের কর্মচারী হলেও, বাকি পাঁচজন কোম্পানির সাবেক কর্মচারী।

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন যে “কার্যনির্বাহী অফিসে চুরির ঘটনা” থেকে উদ্ভূত “কোম্পানির নীতিমালা এবং আমাদের আচরণবিধির গুরুতর লঙ্ঘনের” কারণে দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। অফিসের এমন হঠকারী সিদ্ধান্তে একইসঙ্গে হতবাক ও ক্রুদ্ধ অ্যানা হ্যাটল এবং রিকি ফামেলি। অ্যানার কথায়, “আমরা এখানে আছি কারণ মাইক্রোসফট ইসরাইলকে গণহত্যা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে চলেছে। একই সঙ্গে তার নিজস্ব কর্মীদের এই বাস্তবতা সম্পর্কে বিভ্রান্ত করছে।” তবে যার বিরুদ্ধে এমন অভিযোগ সেই ব্র্যাড স্মিথ বলেন, “এই দেশের প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আমরা সম্মান করি, যতক্ষণ না তারা আইনকে অতিক্রম করে।”

একটি মিডিয়া রিপোর্টে প্রকাশ, “একটি ইসরাইলি সামরিক নজরদারি সংস্থা ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের মোবাইল ফোন কলের অসংখ্য রেকর্ডিং সংরক্ষণ করতে মাইক্রোসফটের আজুর নামে একটি সফটওয়্যার ব্যবহার করছে। গত এপ্রিল মাসে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী উদযাপনের সময় এআই সিইও মুস্তাফা সুলেমানের মন্তব্যে ফিলিস্তিনিপন্থী এক কর্মী বাধা দেন। ওই কর্মী এবং অন্য একজন প্রতিবাদী কর্মচারীকেও সেই সময় বরখাস্ত করা হয়। ইসরাইলের সামরিক আক্রমণের ফলে গাজায় মানবিক সংকট বেড়ে যাওয়ায় এবং শিশুসহ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিক্ষোভের মুখোমুখি হয়েছে।

বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিক্ষোভ ট্র্যাক করার জন্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর কাছে সাহায্য চেয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে তাদের প্রতিরোধ করার চেষ্টা চলছে। ‘গাজা’- এর মতো শব্দ সম্বলিত অভ্যন্তরীণ ইমেলগুলিকে চিহ্নিত করছে এবং বিক্ষোভ সম্পর্কে কিছু অভ্যন্তরীণ পোস্ট মুছে দিয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের সদর দফতরের একটি ভবনে পুলিশের নির্দেশ অমান্য করার পর ২০ জনকে গ্রেফতার করা হয়েছিল।