বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল সবকটি পদে জয়ী


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ৯:৩০ পূর্বাহ্ণ /
বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল সবকটি পদে জয়ী

বগুড়া বারের নির্বাচনে বিজয়ী সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম। বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরংকুশ জয় পেয়েছে। এতে সভাপতি পদে এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা ও সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট রফিকুল ইসলাম পুর্ণপ্যানেল বিজয়ী হয়েছে।

গতকাল শুক্রবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন’২৫ সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৮৮৭ জন ভোটারর মধ্যে প্রায় ৮শ ভোটার ভোট প্রদান করেন। উক্ত নির্বাচনে ১৩টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি আতাউর রহমান খান মুক্তা, ও সাধারন সম্পাদক প্রার্থী সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (১), জামায়াত সমর্থিত ইয়ার্স কাউন্সিল মনোনিত সভাপতি প্রার্থী এ্যাডভোকেট রিয়াউদ্দিন ও সাধারন সম্পাদক পদে সাখাওয়াত হোসেন মল্লিক, বামজোটের সভাপতি প্রার্থী এএফএম সাইফুল ইসলাম প্ল্টু, সাধারন সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি পরিষদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন সহসভাপতি পদে রওশন আরা চৌধুরী ।

নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৩টি পদের সব কটিতেই জয়ী হন।বিজয়ী প্রার্থীগণ হলেন সভাপতি : আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ: সভাপতি – আতিকুল মাহাবুব সালাম ও এ্যড. সুফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল মতিন মন্ডল এ্যাড.এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড.মোঃ জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড.এস আব্দুল্লাহিল বাকী লিপন, সদস্য এ্যাড.মোঃ আশাবুদজ্জামান আশিব, এ্যাড. মোঃ নিউটন খন্দকার, এ্যাড. মিন্টু কুমার সরকার, এ্যাড.মোঃ মোস্তফা শাকিল, এ্যাড.মোছাঃ মৌসুমী আক্তার।

উৎসবের আমেজে সকাল থেকে প্রার্থী ও তার নিজ নিজ দলের নেতা কর্মীরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিট আহবায়ক একেএম মাহবুবার রহমান , সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, সহসভাপতি পিপি আব্দুল বাছেদ, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু,সহিদ উন নবী সালাম, জামায়াতের শহর আমীর আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী আব্দুল মালেক সহ নেতৃবৃন্দ।

জানা গেছে, বিএনপি, জামায়াত, বাম জোট সমর্থক আইনজীবিদের মতো আওয়ামীলীগ সমর্থিত আইনজীবিরা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য
বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর ভরাডুবির আশংকায় নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আওয়ামী সমর্থক প্রার্থীরা। কারন বিগত নির্বাচনে ১৩টি পদের সবপদেই পরাজিত হন আওয়ামীলীগ প্রার্থীরা।