

শেখ নাজমুল ইসলাম শার্শা যশোর : বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর সকাল ৯ টায় বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌহিদুল ইসলাম।
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মো: সাকিবুল ইসলাম সাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো: এনামুল হাসান বিন নূর, বেনাপোল মর্ডান ডায়াগনস্টিকের সেন্টার এর চেয়ারম্যান মো: ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজ সেবক মো: মনির হোসেন , শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক, সাইফুর রহমান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু। এ ছাড়া ও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
বেনাপোল বন্ধন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন এর সভাপতি বলেন, রক্তদানের নেইকো ভয়, এই দানে আল্লাহ খুশি হয়। এই স্লোগান সামনে রেখে মানবতার সেবার উদ্দেশ্যে নিয়ে ২০২১ সালে আমরা এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করি। বর্তমানে আমাদের ব্লাড ব্যাংক পরিবারে ৪১০০ সদস্য। উপদেষ্টা ও বোর্ড মেম্বার সহ ৪৫ জন সদস্য সর্বক্ষণিক এই কাজে নিয়োজিত থাকে। শুরু থেকে আজ পর্যন্ত ১৩৫১ ব্যাগ রক্ত সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিতে সক্ষম হয়েছি। অসহায় ও দরিদ্র রোগীদের ব্লাডের পাশাপাশি সাধ্যমত আর্থিক সহযোগিতা ও করা হয়। বাংলাদেশের যে কোন প্রান্তে ব্লাড প্রয়োজন হলে আমরা দিতে প্রস্তুত থাকি।”
অনুষ্ঠান শেষে সমাজসেবা ও মানবিক কর্মকান্ডে অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবী সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :