সোহেল রানাঃ সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের কয়েক জেলায় ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সে সকল উপজেলার মানুষ রয়েছে চরম খাদ্য সংকটে।বন্যার্তদের করুণ এই পরিস্থিতিতে তাদের মুখে একটু খবার তুলে দিতে এগিয়ে এসেছেন শার্শার কৃতি সন্তান দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।
রবিবার বিকালে সিলেট ও কুড়িগ্রামের উদ্দেশ্যে পাঠানোর জন্য চিড়া, মুড়ি, পাটালি, স্যালাইন, মোমবাতি ঔষধ সহ ইত্যাদি শুকনা খাদ্য সামগ্রী গাড়িতে তুলে দেন তিনি।এসমস্ত খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য চার জন্য সমাজসেবক সেচ্ছাসেবী পাঠান মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে একটুখানি তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। আজকের এই খাদ্য সামগ্রী পাঠানো দিয়ে তিনবার পাটানো হলো। এসব খাবার বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ওখানকার সেচ্ছাসেবীদের সাথে আমার পাঠানো সেচ্ছাসেবীরা সমানভাবে অংশগ্রহণ করবে। যার সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন হাজী মনোহর আলী মাষ্টারের পাখিবাড়ী, সিলেট।
আজ আমাকে দিয়ে যে সমস্ত দানশীল মানুষেরা এই সেবা করার সূ্ুযোগ করে দিয়েছেন তাদের জন্য শতকোটি সালাম ও দীর্ঘায়ু কামনা করছি। যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন যেন এভাবে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী পারেন তার জন্য সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেন তিনি।