বয়স্ক ভাতা প্রদানে ডাটাবেজ হচ্ছে বললেন উপদেষ্টা শারমীন মুরশিদ


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ /
বয়স্ক ভাতা প্রদানে ডাটাবেজ হচ্ছে বললেন উপদেষ্টা শারমীন মুরশিদ

উপদেষ্টা শারমীন এস মুরশিদের অফিসকক্ষে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ : পিআইডি 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে তৈরি করার উদ্যোগ নিয়েছি। যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে ভাতাপ্রাপ্তদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে একটি মাইলফলক পদক্ষেপ।

বয়স্ক ভাতা প্রদানে প্রযুক্তিনির্ভর ডাটাবেজ তৈরির উদ্যোগ অন্তর্বর্তী সরকারের জন্য একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি অনন্য মডেল হিসেবে দাঁড় করাতে চাই।

তিনি গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা বা তথ্যাদি হালনাগাদ কার্যক্রমের (প্রথম পর্যায়) শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

সামাজিক নিরাপদ কর্মসূচির আওতায় ৮টি উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের (প্রথম পর্যায়) ওপর উন্মুক্ত আলোচনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. আবু ইউসুফ, বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক। জুম প্লাটফর্মে ৮টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা অফিসাররা এবং ভাতাভোগী আলোচনায় অংশ নেন ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আটটি উপজেলায় বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা বা তথ্যাদি হালনাগাদকরণ কার্যক্রমের ওপর উপস্থাপন করেন মন্ত্রণালয় যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) মোহাম্মদ নাজমুল আহসান।

উপদেষ্টা বলেন, ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লাখ। এখন পর্যন্ত ৬১ লাখে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম কভার করা হবে।ভ্রমণ গাইড

উপদেষ্টা বলেন, এ দেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয়পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

পাইলটিংয়ের আওতাধীন উপজেলাগুলো হচ্ছে- বরিশাল জেলার- মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার- শ্যামনগর, সুনামগঞ্জ জেলার-তাহিরপুর ময়মনসিংহ জেলার-গৌরিপুর, রংপুর জেলার-তারাগঞ্জ, নওগাঁ জেলার-নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার-রামগড় এবং গাজীপুর জেলার-কাপাসিয়া।