২০০০ সালে তেলেগুর একটি কলেজে ভর্তি হওয়ার পর এক ফটোগ্রাফার আবিষ্কার করেন তাঁকে দিয়ে মডেলিং করানো যেতে পারে। এভাবে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।ছবি: ইনস্টাগ্রাম
শৈশব থেকেই ইচ্ছা ছিল মডেলিং করবেন। সেভাবেই সাজগোজ করে চলতেন। কিন্তু পরিবারের কথা ছিল, আগে পড়াশোনা। তবে কলেজে উঠে ভাগ্য সহায় হয়ে দেখা দেয়। একজন ফটোগ্রাফারের নজরে পড়েন। শুরু করেন মডেলিং। পরে তেলেগুর এই মেয়ে হয়েছিলেন শহীদ কাপুরের নায়িকা। বলছি, অভিনেত্রী শেহনাজ ট্রেসারিওয়ালা কথা। আজ তাঁর জন্মদিন। তাঁর নায়িকা হওয়ার কথা জেনে নিতে পারেন ছবিতে।

বিজ্ঞাপনে তাঁকে বেশি দেখা যেত। সেখানেই থেকেই এক বছরের ব্যবধানে সুযোগ পান নাগার্জুনের সঙ্গে অভিনয়ের। প্রথম সিনেমা ছিল ‘এডুরুলেনি মনীষী’। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পায়নি।ছবি: ইনস্টাগ্রাম

প্রথম সিনেমা হিন্দিতে ডাবিং হয়ে সিনেমা হলে মুক্তি পায়। সিনেমা সাফল্যের মুখ না দেখলেও শেহনাজ ঠিকই বাজিমাত করেন। তিনি বলিউড সিনেমার পরিচালকদের নজরে পড়েন।ছবি: ইনস্টাগ্রাম

যখন ভাবছিলেন, সিনেমার ক্যারিয়ারে হয়তো সফল হওয়া হবে না, তখন বলিউডের পরিচালক কেন ঘোষের ডাক পান। তাঁরা একটি নাইট ক্লাবে দেখা করেন। নাইট ক্লাবে দেখা হওয়াটাই তাঁর ভাগ্য বদলে দেয়। সেখানেই কেন ঘোষ এই অভিনেত্রীকে পছন্দ করেন। সিনেমার নায়ক শহীদ কাপুরের সঙ্গে জুটি হন।ছবি: ইনস্টাগ্রাম

শেহনাজকে আলোচনায় এনে দেয় ‘ইশক ভিস্ক’ সিনেমা। সেই সিনেমার নায়িকা হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন শেহনাজ। এই সিনেমা দিয়ে শেহনাজ ফিল্মফেয়ারে মনোনয়ন পান। পরে তিনি আরও বেশ কিছু সিনেমায় নাম লেখান।ছবি: ইনস্টাগ্রাম

চার বছর ধরে এই অভিনেত্রী সিনেমা থেকে দূরে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগার হিসেবে পরিচিত।ছবি: ইনস্টাগ্রাম