বাংলাদেশী উদ্যোক্তারা এখন সরাসরি অ্যামাজন-আলিবাবায় পণ্য বিক্রি করতে পারবেন-বাংলাদেশ ব্যাংক


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ /
বাংলাদেশী উদ্যোক্তারা এখন সরাসরি অ্যামাজন-আলিবাবায় পণ্য বিক্রি করতে পারবেন-বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশিকা জারি করেছে, যার মাধ্যমে দেশি উদ্যোক্তারা বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (B2B2C) কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করতে পারবেন। এতে দেশের রপ্তানিকারকদের জন্য অ্যামাজন, আলিবাবা, ফ্লিপকার্টসহ বিশ্বের বিভিন্ন ই-কমার্স মার্কেটপ্লেসে সরাসরি প্রবেশের সুযোগ তৈরি হলো।

নতুন নিয়ম অনুযা য়ী, বিদেশি কনসাইনি (মধ্যস্থতাকারী) চূড়ান্ত ক্রেতা নয়, বরং পণ্য প্রেরণের মাধ্যমে লেনদেনকে সহজ করবে। উদ্যোক্তাদের ওই প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক ওয়্যারহাউসে নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকের কাছে জমা দিতে হবে।

যেহেতু B2B2C মডেলে সরাসরি বিক্রয় চুক্তি থাকে না, তাই রপ্তানিকারীরা প্রফর্মা ইনভয়েসের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করতে পারবেন।

রপ্তানি আয়ের জন্য ব্যাংকিং চ্যানেল ছাড়াও আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস ব্যবহার করা যাবে। একাধিক চালানের অর্থ একত্রে আসার ক্ষেত্রে এডি ব্যাংক ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট নীতিতে আয়ের সমন্বয় করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আন্তর্জাতিক ই-কমার্সে বাংলাদেশের উপস্থিতি বাড়াবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নতুন বাজারের সুযোগ দেবে এবং বহুমুখী রপ্তানি উন্নয়নে সহায়তা করবে।