নাহিদ
গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, এই ফ্যাসিবাদী ব্যবস্থা—যেটা মাফিয়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের জন্ম দেয়, সেই ব্যবস্থার বিলোপ দরকার। কিন্তু দেখা যাচ্ছে, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন মহল ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে ঘিরে যখন দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ব্যবসায়ীদের সুরক্ষা ও চাঁদাবাজদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ঢাকায় দেখেছি কীভাবে চাঁদাবাজরা ব্যবসায়ীদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এখন সময় এসেছে, আবারও মাঠে নামার। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, এই ফ্যাসিবাদী ব্যবস্থা—যেটা মাফিয়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের জন্ম দেয়, সেই ব্যবস্থার বিলোপ দরকার। কিন্তু দেখা যাচ্ছে, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন মহল ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানকারী ছাত্র নেতাদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। আজ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তারা অনেকেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে নেই।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা আগেও দেখেছি—এক শ্রেণির গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছে। এখন সেই মাফিয়াদেরকে আবার রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। কিন্তু দেশের খেটে খাওয়া সাধারণ ব্যবসায়ীরা পড়েছেন বিপদের মুখে।
নাহিদ বলেন, সব দেশপ্রেমিক ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—বাংলাদেশের ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করব, অর্থনীতিকে রক্ষা করব।