

বাহরাইনকেও হারালো বাংলাদেশের যুবারা -ছবি সংগৃহীত
এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য বড় মাথাব্যথা চীন।
প্রথম তিন ম্যাচে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। হেসেখেলেই উড়িয়ে দেয় তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইকে। কিন্তু আজ বাহরাইনের সাথে দিতে হলো কঠিন পরীক্ষা। তবে হাসিমুখেই মাঠ ছেড়েছে দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শুক্রবার (২৮ নভেম্বর) বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আগের তিন ম্যাচে তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের বিপক্ষে বেশ সহজেই জিতেছিল বাংলাদেশ। ১৮ গোল দিলেও হজম করেনি কোনো গোল। তবে আজ অক্ষত রাখতে পারেনি জাল, ভেঙেছে রক্ষণ দেয়াল।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথম গোলের জন্য ৫৯ মিনিট পর্যন্ত করতে হয়েছে অপেক্ষা।
প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। একাধিক সুযোগ তৈরি হয়েছিল অবশ্য লাল-সবুজদের সামনে, তবে সেগুলো কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। অবশ্য বাহরাইনকেও গোল করা থেকে রুখে দেয় বাংলাদেশ।
গোলের অপেক্ষা শেষ করেন বায়েজিদ। সাব্বিরের লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে গোল করেন তিনি। এগিয়ে দেন বাংলাদেশকে। দ্বিতীয় গোল আসে ৭২ মিনিটে। ফয়সালের পাস নিয়ন্ত্রণে নিয়ে লম্বা শটে দর্শনীয় গোল করেন মানিক।
৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে বাকি সময়ে তাদের আর সে সুযোগ দেয়নি বাংলাদেশ। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য বড় মাথাব্যথা চীন।
এই গ্রুপের স্বাগতিক চীন আজ স্থানীয় সময় বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ওই ম্যাচ চীন জিতলে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট হবে তাদেরও। তাই ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
আপনার মতামত লিখুন :