বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ /
বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে তাদের (ভারত) প্রতিবাদ পত্র পাঠানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার বরিশাল সফরে গিয়ে দুপুরে জেলা পুলিশ লাইনসে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আজ দুপুরে তিনি বিভাগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশ নেন এবং বিকেলে কৃষি মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ভারতের কিছু গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ করে অপপ্রচার চালাচ্ছে। তাদের অবস্থা এমন হয়েছে যে তারা এখন সত্য সংবাদ করলে মানুষ সেটাকেও মিথ্যা রিপোর্ট বলবে। এর প্রতিকার হচ্ছে এ দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে সত্যকে তুলে ধরা। অন্তর্বর্তীকালীন সরকারের বড় শক্তি হলো এদেশের গণমাধ্যম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘ভারতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পররাষ্ট্র মন্ত্রনালয় পাঠায়। আমরা অবশ্যই তাদের বলব স্ট্রং একটা প্রটেস্ট লেটার (প্রতিবাদপত্র) তাদের দেওয়ার জন্য। এটা (আপত্তিকর সংবাদ) কোনো অবস্থায় কাম্য নয়।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। বাহিনীর অনেক লজিস্টিক সমস্যা রয়েছে। সেগুলো দূর করতে আলোচনা চলছে। পুলিশ বাহিনীতে যে আস্থার সংকট ছিল তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। কমিশনের প্রতিবেদন পেলেই পুলিশ বাহিনীর সংস্কার কাজ শুরু হবে।’

ঢালাও ভাবে মামলার বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে মামলায় অনেক নির্দোষ মানুষ আসামি হচ্ছে। খারাপ লোককে খারাপ বললেও সেও মামলা করছে। যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নীরব চাঁদাবাজির কোনো বিষয় থাকলে এসপি, পুলিশ কমিশনার ও ডিআইজি সাহেবকে জানান, তারা ব্যবস্থা না নিলে আমাকে কিংবা আইজি সাহেবকে জানান। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।’

সাংবাদিক দম্পতি সাগর-রুণী হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এবার তদন্তে অবশ্যই সুরাহা হবে। ৬ মাসের সময় দেওয়া হয়েছে। আইজিপির নির্দেশে নতুন একটি টিম গঠন করা হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম প্রমুখ।