- ছবি : সংগৃহীত
ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে। বুধবার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল পৌণে ১০টার দিকে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে। এয়ারক্রাফটটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
বিমানবন্দর টার্মিনাল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।