বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা ধার করার সুযোগ আরও সীমিত করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী মাস থেকে সপ্তাহে এক দিন রেপো নিলাম অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতি সপ্তাহে দুই দিন রেপো নিলামের মাধ্যমে টাকা ধার করার সুবিধা রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি সপ্তাহের মঙ্গলবার ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবার ছুটি থাকলে তার পরের দিন নিলাম অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, নগদ জমা সংরক্ষণের (সিআরআর) সুবিধার্থে রিজার্ভ মেইনটেন্যান্স পিরিয়ডের (আরএমপি) দিনে ওভারনাইট বা এক দিনের রেপো নিলামের সুবিধা থাকবে। এ ছাড়া দৈনিক ভিত্তিতে প্রচলিত নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি (এসএলএফ) ও করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুবিধা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদ্যমান মুদ্রানীতি কাঠামো বা ইন্টারেস্ট রেট করিডরের অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পরিচালিত খোলাবাজার কার্যক্রম বা ওপেন মার্কেট অপারেশনস আরও বেশি কার্যকর করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত ১ জুলাই এসংক্রান্ত এক চিঠিতে সপ্তাহে দুই দিন রেপো নিলাম আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। রেপো হচ্ছে রিপারচেজ অ্যাগ্রিমেন্ট বা পুনঃক্রয় চুক্তি; এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেয়। অর্থের জরুরি চাহিদা মেটাতে ব্যাংকগুলো সাধারণত এই সুবিধা নিতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়।
তপশিলি ব্যাংকের জন্য আগে দৈনিক রেপো নিলামের সুবিধা চালু ছিল। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির শর্ত হিসেবে এই দৈনিক সুবিধা বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
গত ১ জুলাই কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে প্রতি সপ্তাহের সোম ও বুধবার রেপো নিলাম অনুষ্ঠিত হবে। অর্থাৎ তখন থেকে প্রতিদিন নিলাম আয়োজনের সুবিধা বন্ধ করা হয়। আগামী নভেম্বর মাস থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপোর মাধ্যমে স্বল্প মেয়াদে টাকা ধার করার সুযোগ আরও কমে যাবে।