বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দু’জন আটক


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ /
বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দু’জন আটক

শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ আব্দুল আলিম(৩৮) ও মকবুল(৩২) নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১,৭৮,০০০/- (এক লক্ষ আটাত্তর হাজার) টাকা এবং পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম। এর আগে এদিন দুপুর ২ টার সময় তাদের আটক করা হয়।

আটক আব্দুল আলিম বসতপুর ২নং কলোনী গ্রামের আব্দুল খালেকের ছেলে।মকবুল একই গ্রামের কাশেম শেখের ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোরা চাঁদ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া টু বসতপুর রোডের মনোয়ারা অটো রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে একটি ইজিবাইক সহ দুজনকে আটক করেন।পরে তাদের দুজনের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১,৭৮,০০০/- (এক লক্ষ আটাত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম রবিউল ইসলাম জানান,আটকদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।।