ছবি : সংগৃহীত
নাবালেগ কোনো বাচ্চা যদি রোজা রেখে ভেঙে ফেলে তাহলে তার ওই রোজার কাজা করতে হবে না। সাধারণত বাচ্চারা বালেগ হয় ১৫ বছর বয়সে। এর আগেই কোনো বাচ্চার মধ্যে যদি বালেগ হওয়ার আলামত প্রকাশ পেয়ে যায় তাহলে সে বালেগ হয়েছে বলে ধরা হবে এবং তার ওপরে শরীয়তের বিধিবিধান কার্যকর হবে।
আর যদি বালেগ হওয়ার আলামত বাচ্চার মধ্যে প্রকাশ না পায় তাহলে ১৫ বছর বয়স পূর্ণ হয়ে গেলে আলামত প্রকাশ না পেলেও সে বালেগ হয়েছে বলে ধরা হবে। তার ওপরে ১৫ বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যাবে।
ফকিহ আলেমরা বলেন, বালেগ হওয়ার আগে যদি কোনো বাচ্চার মধ্যে রোজা রাখার সক্ষমতা থাকে এবং রোজা রাখার ফলে তার শারীরিক কোনো ক্ষতি না হয়, তাহলে ওই বাচ্চাকে রোজা রাখতে বলা উচিত। আর বয়স যদি ১০ বছর হয়ে যায় তাহলে বাচ্চাকে রোজা রাখার তাগিদ দেয়া উচিত।
যেন বালেগ হওয়ার আগেই সে রোজা রাখায় অভ্যস্ত হয়ে যায় এবং বালেগ হওয়ার পরে রোজা রাখতে তার বেগ পেতে না হয়। আর নাবালেগ কোনো বাচ্চা যদি রোজা রেখে ভেঙে ফেলে তাহলে তার ওই রোজার কাজা করতে হবে না।
আপনার মতামত লিখুন :