রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত লন্ডন থেকে ভার্চুয়ালি পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেন না আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। দেশের মানুষের কাছে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দেবেন।
তারেক রহমান বলেন, আমরা জুলুম করবো না, প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরবো। জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন। কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
দলটির আয়োজনে পঞ্চগড় পৌরসভা চত্তরে প্রশিক্ষন কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন,পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন , সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল।
আয়োজিত কর্মশালায় জেলার আওতায় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
আপনার মতামত লিখুন :