সুনামগঞ্জঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। জনগণের কল্যাণে তারা কোনো কাজ করছে না। তাদের এই দিবাস্বপ্ন বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করছে।
গতকাল দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জে বন্যায় আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, এই বন্যায় সরকার জনগণের জন্য সবকিছু করছে। তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হবে। সেই রাতে প্রধানমন্ত্রী ঘুমাননি। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।
সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সেনা, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী।