বিজিবি’র অভিযানে বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার


Al Amin প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ /
বিজিবি’র অভিযানে বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন থেকে ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি (মাদক) উদ্ধার করেছে বিজিবি। রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে এলএসডির একটি বড় চালান যাবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম আগে থেকে পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি যথাসময়ে স্টেশনে পৌছলে বিজিবির সদস্যরা ট্রেনের কামরায় তল্লাশি চালায়। এ সময় ৫০ এমএল’র ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডি’র বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে। এর আগেও কয়েক দফা এসব মাদক উদ্ধার করা হয়। তবে মাদকের পাশাপাশি কুষ্টিয়া বিজিবি সীমান্ত নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এরইমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রেখে চলেছে বিজিবি।