বিজিবির অভিযানে যশোর সীমান্তে ১৬ লাখ ১৭ হাজার ৫৫০টাকার মদ সহ নানান মালামাল আটক


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ /
বিজিবির অভিযানে যশোর সীমান্তে ১৬ লাখ ১৭ হাজার ৫৫০টাকার মদ সহ নানান মালামাল আটক

গেফার সালেম সারসা বার্তা : যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ০৩ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন প্রকার ইলের্ক্টিক ক্রাউন কার্বন এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৬,১৭,৫৫০/-(ষোল লক্ষ সতেরো হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।