বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যশোর সীমান্তে ৩৫ জন মাদক চোরাকারবারী আটক করেছে বিজিবি


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ /
বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যশোর সীমান্তে ৩৫ জন মাদক চোরাকারবারী আটক করেছে বিজিবি

গেফার সালেম সারসা বার্তা : বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যশোর সীমান্তে ৩৫ জন মাদক চোরাকারবারী আটক।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় সাত মাসে যশোরের শার্শা ও চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১,২১,৬৮,০০৭/-(এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার সাত) টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। চলতি বছরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ৭৫৭২ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭০৫২ পিচ নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক চোরাচালানের সাথে জড়িত বাংলাদেশী ৩৪ জন এবং ভারতীয় ০১ জনসহ ৩৫ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ-অধিনায়ক মেজর ফাহিম জানান, যশোর সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ করা চ্যালেঞ্জিং। চোরাকারবারীরা স্থানীয় অসহায় জনসাধারনকে ব্যবহার করে মাদক চোরাচালান কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে মূল হোতারা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। বিজিবি মাদক চোরাচালান প্রতিরোধে বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্তরিকভাবে কাজ করে চলেছে। মাদক চোরাচালান শূন্যের কোটায় আনার জন্য বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।