বিবাহ বিচ্ছেদে এবার হ্যাট্রিক রেকর্ড করলো শ্রাবন্তী


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ /
বিবাহ বিচ্ছেদে এবার হ্যাট্রিক রেকর্ড করলো শ্রাবন্তী

কয়েক বছর ধরেই স্বামীর থেকে আলাদা থাকছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। এসময় স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলাও দায়ের করেন অভিনেত্রীর স্বামী রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। এমনকি, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এই অভিনেত্রী। এরপর এ মামলায় স্থগিতাদেশ দেন আদালত। অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে আইনিভাবে বিয়েবিচ্ছেদে সিলমোহর দিলেন আদালত।

বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে রোশান সিং বলেন, “সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরো একবার পরস্পরের অপরিচিত হয়ে গেছি।”

এদিকে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রাবন্তী-রোশান দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। গত সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরো একধাপ এগিয়ে যান। কেবল বাকি ছিল উভয়ের স্বাক্ষর। গত ৮ এপ্রিল এ মামলার শুনানির তারিখ ধার্য করেন আদালত। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।

আইনিভাবে বিচ্ছেদের পরই রোশান তার সোশ্যাল মিডিয়ার ছবি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। ফের বিয়ের বিষয়ে রোশান বলেন, “সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত নিজেকে গুছিয়ে নেব। অনামিকার সঙ্গে চলতি বছরেই হয়তো নতুন জীবন শুরু করব।”

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই তারকা। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। তবে বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। পরবর্তীতে ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, অবশেষে তাও হলো এসপার ওসপার।