

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা খতিয়ে দেখার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি মনে করি, বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছে। আমরা চার দেশের বিশেষজ্ঞদের নিয়ে আসতে চাই, যাতে তারা আগুন লাগার কারণ এবং দায়ীদের সনাক্ত করতে পারেন।”
জাহাঙ্গীর আলম জানান, কার্গোতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, যার ফলে নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরের দিন বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :