বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সিদ্দিকীর উদ্যোগে গরিবদের মাঝে খাবার ও কম্বল বিতরণ


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:৩২ পূর্বাহ্ণ /
বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সিদ্দিকীর উদ্যোগে গরিবদের মাঝে খাবার ও কম্বল বিতরণ

যশোর আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হোটেল সামস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সায়েম সিদ্দিকীর উদ্যোগে তিন শতাধিক মানুষকে উন্নত মানের দুপুরের খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আরএন রোডে তার নিজ বাসভবনের সামনে অসহায় গরীব পথচারী ও ছিন্নমূল মানুষদেরকে দুপুরের খাবার খাওয়ানোর পরে তাদের মাঝে কম্বল বিতরণ করেন সায়েম সিদ্দিকী ও তার ছেলে শামস সিদ্দিকীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

সায়েম সিদ্দিকী জানান, দীর্ঘ ২৫ বছর যাবত তিনি গরীব ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। তারই ধারবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে। ছিন্নমূল ও গরীব পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন। শীতে মানুষ অনেক কষ্ট করছে। তাই তাদের কস্টের কথা ভেবে এই আয়োজন করি প্রতি বছর। এতে কিছুটা হলেও তাদের শীতের কষ্ট দূর হবে।

পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না রবিউল ইসলাম (৬৬)। লাঠিতে ভর দিয়ে চলতে হয়। মণিহার এলাকা থেকে সেখানে আসেন তিনি। কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এবার শীত পড়তেই কম্বল পেলেন। তাদের মতো অসহায় মানুষের কম্বল পেয়ে ভালো হলো।

সদর উপজেলার বাউলিয়া গ্রাম থেকে আসেন জোছনা খাতুন (৫২)। উন্নতমানের খাবর খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তিনি। একই সাথে উপহার হিসেবে কম্বল পান। তিনি বলেন, আল্লাহ সায়েম সিদ্দিকীর পরিবারকে ভালো করুক।