

বর্ডার গার্ড বাংলাদেশ
দক্ষিণ-পশ্চিম রিজিয়ন
রিজিয়ন সদর দপ্তর, যশোর।
বিজ্ঞপ্তি
বিষয়ঃ দুর্বৃত্তদের গুলিতে যশোরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় জড়িত অপরাধীর অনতিবিলম্বে গ্রেফতার এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির সীমান্তসহ দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক চেকপোষ্ট ও টহল তৎপরতা।
অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৮৫০ ঘটিকায় যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। সংঘটিত এ ঘৃন্য অপরাধে জড়িত দুস্কৃতকারী/অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিশ্চিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৬৩টি চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে দুস্কৃতকারীকে আটকের প্রচেষ্টা অব্যহত রয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৭৫টি টহল পরিচালনার মাধ্যমে দৃস্কৃতকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কর্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাক্ষরিত –
মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি
লেঃ কর্নেল
পরিচালক (অপারেশন)
রিজিয়ন সদর দপ্তর, যশোর
আপনার মতামত লিখুন :