শেখ নাজমুল ইসলামঃ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা দ্যা হেনলি’র পাসপোর্ট ইনডেস্ক অনুযায়ি বিশ্বে সবর্ধিক শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষ স্থানে আবার ও সিঙ্গাপুর ৷ বিশ্বের ২২৭ টি দেশের মধ্য ১৯৫ টি দেশে কোন প্রকার আগাম ভিসা সংগ্রহ ছাড়া ভ্রমন করতে পারবে সিঙ্গাপুরের পাসপোর্ট ধারীরা ৷
১৯৩ টি দেশে ভিসামুক্ত ভ্রমন সুবিধা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ৷ ফ্রান্স, জার্মান, ইতালী, স্পেন ও দক্ষিন কোরিয়া ১৯২ টি দশে ভিসামুক্ত ভ্রমন সুবিধা নিয়ে তৃতীয়অবস্থানে আছে ৷ ১৯১ টি দেশে ভিসামুক্ত সুবিধা পবে চতুর্থ স্থানে থাকা অস্টিয়া, সুইডেন , ডেনমার্ক, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড ও নরওয়ের পাসপোর্ট ধারীরা ৷
এরপর পন্চম স্থানে আছে , বেলজিয়াম , সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য ১৯০ টি ৷ ষস্ঠ অবস্থানে গ্রীস ,ও অস্টেলিয়া ১৮৯ টি ৷ সপ্তম অবস্থানে কানাডা , পোলান্ড ও মাল্টা ১৮৮টি৷ অস্টম অবস্থানে হাঙ্গেরী ও চেকপ্রজাতন্র ১৮৭টি ৷ নবম অবস্থানে এস্তোনিয়া ও যুক্তরাস্ট ১৮৬ টি এবং দশম স্থানে থাকা লিথুনিয়া , লাটভিয়া , স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট ধারীরা কোন প্রকার আগাম ভিসা সংগ্রহ ছাড়া বিশ্বের ১৮৫ টি দেশে ভ্রমন করতে পরবে ৷
দক্ষিন এশিয়ার মধ্যে ৫৩তম অবস্থানে থাকা মালদ্বীপ পাইবে ৯০ টি দেশে ভ্রমনের সুবিধা ৷ প্রতিবেশী রাষ্ট্র ভারত ৮৫তম, ভুটান ৯০ ও শ্রীলংকা ৯৬তম অবস্থানে আছে ৷ তিনধাপ পিছিয়ে ২০২৫ পাসপোর্ট সুচকে বাংলাদেশের অবস্থান ১০০তম, সেই সাথে একই অবস্থানে আছে ফিলিস্থিন ৷ এই দুটি দেশের পাসপোর্ট ধারীরা মাত্র ৪০ টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে ৷
বিগত ১৯ বছর যাবৎ পাসপোর্টের এই সুচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক দ্য হেনলি এন্ড পার্টনার্স ৷ প্রতি বছর তিন মাস পর পর এই সুচক প্রকাশ করে ৷
আপনার মতামত লিখুন :