আজকের এই দিনটি কন্দর্পপুর গণগ্রন্থাগারের জন্য এক ঐতিহাসিক দিন। আমরা গর্বিত, আনন্দিত ও ধন্য যে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও গীতিকার ডা. আহাদ আলী। ডা. আহাদ আলী কেবল একজন চিকিৎসক নন, তিনি একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা যিনি এই বাংলার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাঁর সাহস, ত্যাগ ও দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার অমূল্য সম্পদ।
শুধু মুক্তিযুদ্ধেই নয়, সাহিত্য-সংগীত জগতেও তাঁর অবদান অনন্য। তাঁর কবিতা ও গানের কথায় আমরা পাই ভালোবাসা, মানবতা, স্বাধীনতার স্পন্দন এবং মাটির টান। একজন গীতিকার হিসেবে তিনি সংস্কৃতিকে করেছেন সমৃদ্ধ, আর একজন কবি হিসেবে সমাজকে দেখিয়েছেন আলোর পথ।
কন্দর্পপুর গণগ্রন্থাগার সবসময়ই আলোর পথে হাঁটার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের এই সংবর্ধনার মাধ্যমে আমরা শুধু তাঁকে সম্মান জানাচ্ছি না, বরং আমাদের তরুণ প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও জীবনগাথা তুলে ধরতে চাই। স্যার তাঁর লেখা তেইশটি বই কন্দর্পপুর গণগ্রন্থাগার উপহার হিসাবে দিয়েছে।
ডা. আহাদ আলীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমরা বিশ্বাস করি, তাঁর জীবন ও কর্ম আমাদের আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধ হতে উদ্বুদ্ধ করবে।
আপনার মতামত লিখুন :