বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে ৯ ডিসেম্বর


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ /
বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে ৯ ডিসেম্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে আগামী ৯ ডিসেম্বর একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরদিন ১০ ডিসেম্বর বিমানটি খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি জানান, এ যাত্রাকে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনা করে ইতোমধ্যে বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত পুরো সময়জুড়ে বিশেষ নজরদারি থাকবে।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, “প্রয়োজনীয় রুট, ল্যান্ডিং স্লট এবং অবতরণের নির্ধারিত সময় চূড়ান্তভাবে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট সব ইউনিট একযোগে কাজ শুরু করবে। যাত্রাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি।”

তিনি আরও জানান, বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং, ফায়ার ইউনিট, মেডিকেল রেসপন্স টিমসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে যাতে এয়ার অ্যাম্বুলেন্স চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।