বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উদযাপিত


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ /
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি” এই স্লোগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে কাস্টমস হাউসের অডিটোরিয়ামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নানা রঙ্গের বেলুন উড়িয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মোঃ মুরাদ এর সভাপতিত্বে বেনাপোল কাস্টমস ক্লাবে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মুজিদ।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রাহমান, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. আব্দুল মজিদ বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারাবিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস।

বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উয়ন্ননের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনায়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান, যুগ্ম কমিশনার মোঃ হাফিজুল ইসলাম, যুগ্ম কমিশনার সুশান্ত পাল, উপ-কমিশনার মির্জা রাফেজা সুলতানা, সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নূর, মোঃ রাজন হোসেন, প্রকাশ দে, সাজিদ মাহমুদ কৌশিক, মোঃ শাহাদাত হোসেন, দয়াল রায়, রাজস্ব কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাহবুবুর রহমান, সহকারী  রাজস্ব কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ, আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ফরিদ উদ্দিন, ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক আদনান রাহী, সম্মানিত করদাতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আসিবুল হক।