বেনাপোলে বিজিবি’র অভিযানে ফেনসিডিল বিদেশী মদসহ চৌদ্দ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ২


Al Amin প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ /
বেনাপোলে বিজিবি’র অভিযানে ফেনসিডিল বিদেশী মদসহ চৌদ্দ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট (চৌদ্দ লক্ষ ষোল হাজার একশত পঞ্চাশ) টাকা মূল্যের ০২ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে।

ফেনসিডিলসহ আটককৃতরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের ওমর আলীর স্ত্রী মনজুরা খাতুন (৪৫), গাতিপাড়া গ্রামের ওমেদ আলীর ছেলে আবুল কালাম (৭৫)।

বিজিবি’র অভিযানকালে খড়িডাঙ্গা গ্রামের জগা মগাই এর ছেলে ইনামুল হক (৪৫) নামে একজন মাদককারবারী পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন  ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত উভয় আসামিকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।