নিজস্ব প্রতিবেদক: বেনাপোলে বিজিবি'র সমন্বয়ে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী এবং কসমেটিক্স আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কতৃক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছুদিন যাবত বেনাপোল রেলস্টেশন এবং সাদিপুর রোডে কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় শাড়ী, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী মজুদ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।যার কারণে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়গুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় যশোর জেলা প্রশাসনের নজরে আসে। যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ এর সাথে ৩০ জন বিজিবি সদস্য, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া এর সাথে ১০ জন পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বেনাপোল রেলস্টেশন এবং বেনাপোল সাদিপুর রোডে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে বেনাপোল রেলস্টেশন এবং সাদিপুর রোড থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৩৯ টি শাড়ী, ৮৯টি লেডিস চাদর, ১৫টি থ্রী-পিছ, ২০টি কম্বল এবং ২১৬১ টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে। আনুমানিক সিজার মূল্য (বিশ লক্ষ পাঁচ হাজার আটশত বিশ)টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।