

মোঃ ওমর সিয়ামঃ যশোরের বেনাপোলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেনাপোল চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন, বাজার কমিটি,পরিবহন ইউনিয়ন,ট্রাক শ্রমিক ইউনিয়ন,নাইট গার্ড ইউনিয়ন,প্রাইভেট কার ইউনিয়ন ও ইজিবাইক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ শার্শা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
পৌর ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে ও ১ ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন, দেশপ্রেমিক ও মানবিক নেত্রী। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান আজ নিজেকে একেবারেই এতিম ও অসহায় মনে করছেন। স্ত্রী ও সন্তান ছাড়া তাঁর আপন বলতে আর কেউ নেই। এ কারণে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান । তাকে রাষ্ট্রনায়ক হিসেবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হলে তিনিও সুখে-দুঃখে দেশবাসীর পাশে থেকে অকৃপণ সেবা প্রদান করবেন বলে মন্তব্য করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি,পৌর সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী,যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ,শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল,পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন,যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম,৯ ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আতিয়ার রহমান,১ ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আঃ সাত্তার,৯ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোবহান বিশ্বাস, শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন,সেক্রেটারি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ।
আপনার মতামত লিখুন :